ডেস্ক রিপোর্ট:-
দিনাজপুরের বিরল এলাকা থেকে ‘অপহৃত’ এক কিশোরীকে ঢাকার মোহাম্মদপুর থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। সংস্থাটি বলছে, এসময় অপহরণকারী মো. আলফাজ ওরফে আকাশ (২২) নামে এক তরুণকেও গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১৫ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে র্যাব-৪ এর একটি আভিযানিক দল। দুপুরের দিকে বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব-৪ এর এর অধিনায়ক (সিও) লে. কর্নেল আবদুর রহমান।
তিনি জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আলফাজ র্যাবকে জানিয়েছে, সে ওই কিশোরীকে প্রায় সময় প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করতো। রাজি না হওয়ায় গত বছরের ২৭ নভেম্বর স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই কিশোরীকে জোর করে একটি মাইক্রোবাসে উঠিয়ে অপহরণ করে। পরে ঢাকার মোহাম্মদপুর এলাকায় ভাড়া বাসায় আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেছে।
গ্রেফতারকৃত অপহরণকারী আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাব।
Leave a Reply