মোশাহিদ আহমেদ:- স্টাফ রিপোর্টারঃ-
১৩ই জানুয়ারী রোজ শুক্র বার, বিকাল ৩ ঘটিকার সময় নরপাটি আশার আলো কর্তৃক আয়োজিত মরহুম আব্দুল আজিজ স্মৃতি প্রাইজমানি মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৩ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে, খেলার শেষে পুরস্কার বিতরণ করেন, এই খেলার প্রধান অতিথি ৮নং লাকসাম পুর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ তাজুল ইসলাম মজুমদার,
বিশেষ অতিথি ছিলেন ৮নং লাকসাম পুর্ব ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সভাপতি জনাব মোঃ তাজুল ইসলাম, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল মজুমদার, সভাপতি রবিউল হোসেন হেলাল মজুমদার, সিনিয়র সদস্য নরপাটি আশার আলো ক্লাব।
ইউনিয়নের ইউপি সদস্য মোঃ কবির আহমেদ, মোঃ জসিম উদ্দিন মজুমদার, সিনিয়র সদস্য নরপাটি আশার আলো ক্লাব। মোঃ হারুনুর রশিদ মজুমদার, সহ-সভাপতি ৮নং লাকসাম পুর্ব ইউনিয়ন যুবলীগ। মোঃ মাইনুদ্দিন সোহেল, সিনিয়র সদস্য নরপাটি আশার আলো ক্লাব।
১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ খাইরুল আলম, আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন, বিসমিল্লাহ জুয়েলার্স নদী বাংলা লাকসাম,শাকিল মজুমদার, পরিচালক আমাজন হার্ডওয়ার্ড ও স্যানিটারী লাকসাম। মোঃ মারুফ মঈনপুর,
মোঃ মহিউদ্দিন বিশিষ্ট সমাজসেবক দৌলতপাড়া। মোঃ খোরশেদ আলম মজুমদার বিশিষ্ট সমাজসেবক উত্তর নরপাটি। মোঃ কামরুল হাসান সংস্কৃতি ব্যক্তিত্ব উত্তর পাটি। সভাপতিত্ব করেন সাপ্তাহিক লাকসাম বার্তা সাংবাদিক মোঃ আব্দুল মান্নান মজুমদার,
উক্ত খেলা সঞ্চালনা করেন মোঃ মহিউদ্দিন বিশিষ্ট সমাজসেবক উত্তর নরপাটি, আয়োজনেঃ নরপাটি আশার আলো ক্লাব,,
Leave a Reply