অনলাইন ডেস্ক:-
চিত্রনায়িকা মাহিয়া মাহী, অভিনয় করছেন দীর্ঘদিন ধরে। পাশাপাশি ব্যবসাও করেন। ইদানিং রাজনীতিতেও নাম লিখিয়েছেন।
এর বাইরেও এ নায়িকার একটি ভিন্ন একটি কাজ করেন শখের বশে। সেটি হচ্ছে, পরিত্যক্ত জিনিসপত্র ব্যবহার করে ফুলদানি বানানো। অবসরে এটিই মাহীর পছন্দের কাজ।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রত্যেক মানুষের ভেতরেই কিছু সুপ্ত প্রতিভা থাকে। আমার প্রতিভার জায়গা এটি। এখন অনেকটা ব্যস্ততার মধ্যেই সময় কাটছে। তারপরও সময় পেলে আমি পরিত্যক্ত জিনিসপত্র ব্যবহার করে অনেক কিছু বানাই। আমরা ব্যস্ততার মাঝে যা কিছু করি না কেন, আমাদের ভালো লাগার কাজগুলো সময় পেলে করতে হবে। এগুলো আমাদের মন ভালো রাখবে ও আমাদের কাজে গতি এনে দেবে।’
মাহী বর্তমানে ‘অফিসার ইনচার্জ’ নামে একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন। এ সিনেমাটি আগামী ঈদুল ফিতর উপলক্ষ্যে মুক্তি দেওয়ার কথা রয়েছে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ডিএ তায়েব।
Leave a Reply