অনলাইন ডেস্ক:-
গাজীপুরে অজ্ঞাত এক যুবকের (৩৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল ১০টায় কোনাবাড়ী থানা পুলিশ মহানগরের দেউলিয়াবাড়ী এলাকার সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করে।
কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আশরাফ উদ্দিন স্থানীয়দের বরাত দিয়ে জানান, কোনাবাড়ি থানাধীন দেউলিয়াবাড়ী এলাকায় ভোরে সড়কের পাশে ওই যুবককে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তারা জানালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই যুবকের নাক ও মুখ দিয়ে রক্ত বের হয়ে জমাট বেঁধে ছিল। তার পরনে সাদা চেক শার্ট, সোয়েটার ও জিন্সের প্যান্ট ছিল এবং হাঁটুর সঙ্গে লুঙ্গি পেঁচানো ছিল।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবককে দৃর্বৃত্তরা অন্য কোথাও হত্যা করে লাশ সড়কের পাশে ফেলে রেখে গেছে। তার লাশ ময়নাতদন্তের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সিআইডি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা প্রযুক্তির মাধ্যমের নিহতের পরিচয় উদঘাটনের করার চেষ্টা করবে।
Leave a Reply