নিজস্ব প্রতিনিধিঃ-
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতে নৃশংসভাবে খুন হয়েছেন সাবেক ইউপি সদস্য অলি মিয়া (৪৫)। রোববার বিকেলে সাড়ে ৫ টার দিকে উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের তাতুয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অলি ওই গ্রামের মৃত সহিদ মিয়ার ছেলে। তিনি ছলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও এই ইউপির ৬নং ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন। নিহতের পরিবার জানায়, তাতুয়াকান্দি গ্রামের ইকবাল হোসেনের সাথে অলি মিয়ার এলাকায় পূর্বের সংঘর্ষ নিয়ে মামলা মোকাদ্দমা চলে আসছিল। বিকেলে গ্রামের এক জানাজার নামাজ শেষে ফেরার পথে বাড়ি সামনে ইকবাল ও তার লোকজন অলি মিয়াকে এলোপাথাড়ি কুপিয়ে ও টেটাবিদ্ধ করে। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নূরে আলম দৈনিক প্রতিদিনের বার্তাকে জানান, পূর্বের সংঘর্ষেরন ঘটনায় মামলা মোকদ্দমা নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল। হত্যাকান্ডের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হইছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। দায়ীদের আইনের আওতায় আনতে অভিযান চালছে।
Leave a Reply