নিজস্ব প্রতিনিধিঃ-
সানজিদা,নামের নাবালিকা বয়স (১৭) পিতা: মুজিবুর রহমান, মাতা: মোসা: ডলি বেগম, সাং:কাঁচপুর সোনাপুর কমিউনিটি সেন্টার সংলগ্ন কলাবাগান।
মেয়েটিকে ঘুমের ওষুধ খাইয়ে ঝুলিয়ে রাখা হয়েছিলো বলে জানা যায়।
এবং ঢাকা মেডিকেলে ময়না তদন্তের জন্য নেয়া হয়েছিল। ময়নাতদন্ত বিহীন লাশ ফেরত আনা হয়েছে, এর কারণ বা রহস্য উদঘাটন না করে দামাচাপা দেওয়ার অপচেষ্টা করে যাচ্ছে বলে জানা যায়।
অভিযোগে বলা হয়েছে মেয়েটির আপন ভাই বখে যাওয়া (শাজনুর) এলাকার শীর্ষ সন্ত্রাসী টাইগার মুমেনের ডান হাত।
মেয়ের মৃত্যুর পর দ্রুত লাশ দাফন কাফন কাজ সম্পন্ন করা হয়।
এসমস্ত প্রশ্নের উত্তর দিতে অনেকেই নারাজ, মুখ খুললেই যেন বিপদ এমন পরিস্থিতি এলাকায় বিরাজ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক, বলেন এলাকার শীর্ষ সন্ত্রাস, চাদাবাজ, ছিনতাইকারী, ডাকাতির, ডজন খানেক মামলার আসামী টাইগার মুমেনের বাহীনী এই ন্যাক্কার জনক কান্ড ঘটিয়েছেন। সুষ্ট তদন্ত করে পুর্ণ রহস্য উদঘাটনের দাবী এলাকার সচেতন সমাজের।
এর সাথে জড়িতদের আইনের আওতায় এনে ফাসির দাবী করছেন ভুক্তভোগী মানুষেরা।
এ সমস্ত খারাপ মানুষের কবলে পড়ে সন্তানহারা, নিস্ব হয়েছে অনেকে।
চিহ্নিত সন্ত্রাসী অপরাধী মাদক, চাদা,খুন,ঘুম, রাহাজানির সাথে প্রকাশ্যে জড়িতদের বিচার চাইছেন, এলাকার ভুক্তভোগি সাধারণ জনগণ।
Leave a Reply