1. admin@dailypratidinerbarta.com : admin :
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :

সিরাজগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের অসহায় ও দুঃস্থ নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সেলাই মেশিন বিতরণ

  • আপডেট সময় : রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪৯ বার পঠিত

শাহাদত হোসেন:-সিরাজগঞ্জ প্রতিনিধিঃ-

সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের ১২ জন অসহায় ও দুঃস্থ নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের আয়োজনে মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায়
শনিবার (৪ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় ইউনিয়নের হর্টিকালচার সেন্টারের হলরুমে উক্ত সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাহিম আল আশরাফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ -(২) সদর-কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না। তিনি তার বক্তব্যে বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে, সৎ যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলেতে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন। নারীদের ভাগ্যে উন্নয়নে ও সুন্দর জীবনযাপনে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নিরলস ভাবে প্রচেষ্টা করছেন। উন্নয়নের ধারাবাহিকতার লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার বিজয়ী করবেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, খোকসাবাড়ী ইউনিয়ন আঃলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খালেক, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ রাশিদুল হাসান রশিদ মোল্লা, ইউনিয়ন আঃলীগের সাবেক সভাপতি মোঃ হেলাল উদ্দিন , সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আল আমিন তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানে সুবিধা ভোগী নারীদের ১০ দিনের জন্য সেলাই প্রশিক্ষণ দেওয়া হবে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দৈনিক প্রতিদিনের বার্তা ©
Theme Customized By Shakil IT Park