অনলাইন ডেস্ক:-
বান্দরবানের রুমায় লারাম বম (৫০) নামে এক ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। সশস্ত্র সন্ত্রাসীরা পাঁচ দিন আগে তাকে অপহরণ করেছিল বলে দাবি তার পরিবারের।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার সদর ইউনিয়নের বগালেক-কেওক্রাডং সড়কে হারমুন পাড়ার পাশের পাহাড়ের জঙ্গল থেকে লাশ উদ্ধার করা হয়।
লারাম বম বগালেকের সাংলিয়াম বমের ছেলে। তিনি বগালেক পাড়ায় কটেজ ও খাবার হোটেল ব্যবসা করতেন।
লারাম বমের ছোট ভাই লালকিম বম বলেন, ‘গত ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় বগালেকের পাড়ার গির্জায় প্রার্থনা চলাকালে সশস্ত্র কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) পোশাক পরিহিত একটি দল আসে। তারা ভাই লারাম বম, বাবা সাংলিয়াম বম, ভাবী নুজিং বমসহ পাঁচ জনকে ডেকে নিয়ে যায় অজ্ঞাত স্থানে। পরে বাবা ও ভাবীসহ চারজনকে ছেড়ে দেওয়া হয়। এরপর থেকে ভাইয়ের আর খোঁজ পাওয়া যায়নি।
‘শুক্রবার সকালে জানতে পারি একটি গলিত লাশের সন্ধান পাওয়া গেছে। পরে পুলিশ লাশ উদ্ধার করে বগালেক পাড়ায় নিয়ে আসলে আমার ভাবী বড় ভাইয়ের লাশ শনাক্ত করে।’
লারাম বম রুমা উপজেলার সন্তু লারমা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কর্মী ছিলেন। তবে লারামের স্বজনদের দাবি, তিন-চার বছর ধরে তার জনসংহতি সমিতির সঙ্গে যোগাযোগ নেই।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, বগালেক-কেওক্রাডং সড়ক এলাকা থেকে এক জনের লাশ উদ্ধার করা হয়। স্বজনরা লাশটি লারাম বমের বলে শনাক্ত করেছে। ময়নাতদন্তের জন্য লাশ বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply