সুজন চক্রবর্তী:-আসাম ( ভারত)প্রতিনিধিঃ-
চাঞ্চল্যকর ঘটনা! স্ত্রীকে তৃতীয় তলা থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন স্বামী। চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে আসামরাজ্যের গুয়াহাটি মহানগরে। হাতিগাঁওয়ের ঘোড়ামারায় একটি ভবনের তৃতীয় তলা থেকে স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে স্বামী। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘোড়ামারা এলাকার শিবম রোডে এ ঘটনা ঘটে। গমসের আলি ও তার স্ত্রী হাসেরা খাতুনের মধ্যে কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এবং তারা উভয়েই একটি তর্কে জড়িয়ে পড়েন। এক সময়ে রাগান্বিত হয়ে তৃতীয় তলার বারান্দা থেকে তার স্ত্রীকে ধাক্কা দেয়। তৃতীয় তলা থেকে পড়ে গুরুতর আহত হন ওই মহিলা। স্থানীয়রা ওই মহিলাকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। অভিযুক্ত স্বামীকে গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।
Leave a Reply