অনলাইন ডেস্ক:-
রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগ।
গ্রেপ্তাররা হলেন—মো. মনির ও মো. হারুন অর রশিদ। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন ডিবি গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) বার্নাড এরিক বিশ্বাস।
তিনি জানান, রোববার (১২ ফেব্রুয়ারি) রাত ১০টায় আরামবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় এনে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করত।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।
Leave a Reply