সুজন চক্রবর্তী:-আসাম( ভারত) প্রতিনিধিঃ-
কালিম্পং থেকে শিলিগুড়ি আসার পথে ভয়াবহ দুর্ঘটনা। ঘটনায় মৃত্যু এক মহিলা সহ ৩ জনের। আহত ২। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের নিকটে। জানা যায়, এদিন কালিম্পং থেকে শিলিগুড়ির দিকে আসছিল একটি ৪ চাকাগাড়ি। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে বেঙ্গল সাফারি পার্কের কাছে একটি গাছে ধাক্কা মারে গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক মহিলার। বাকি ৪ জন গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভক্তিনগর থানার পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জনের মৃত্যু হয়। বাকি ২ জন বতর্মানে চিকিৎসাধীন। দুঘর্টনাগ্রস্থ গাড়িটিকে উদ্ধার করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Leave a Reply