সুজন চক্রবর্তী:-আসাম( ভারত):-
আসামরাজ্যের করিমগঞ্জ জেলার পাথারকান্দির আছিমগঞ্জ এলাকার কানাইবাজারে সোমবার বিকেলে ট্রেনের নিচে পড়ে প্রাণ গেল একব্যক্তির। মর্মান্তিক এই দুর্ঘটনাটি সংগঠিত হয়েছে সোমবার বিকাল ৪টা ৩০ মিনিটে। মৃতব্যক্তির নাম সঞ্জিব সিনহা (৫৯)। জানা যায়, তিনি বাড়ির লাগোয়া রেল লাইনের কাছে পায়চারি করছিলেন ঠিক তখনই তিনি অসাবধানতাবশত ত্রিপুরা – লামডিংগামী মালগাড়ির সংস্পর্শে এসে গেলে দুঘর্টনাটি ঘটে। অকুস্থলেই প্রাণ হারান সিনহা। স্থানীয় জনগণ রেল পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। সঞ্জিব সিনহা পাথারকান্দি মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তন অধ্যক্ষ রাজু সিনহার ছেলে। তার পরিবারে রয়েছেন স্ত্রী ও এক পুত্র সন্তান।
Leave a Reply