সুজন চক্রবর্তী:-আসাম( ভারত):-
মর্মান্তিক ঘটনা! গ্যাস বেলুনের সিলিন্ডার বিস্ফোরণে প্রাণহানী হয়েছে ৪ জনের। আহত অন্তত ১০ জন। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের জয়নগরের রাজাপুর করাবেগ গ্রাম পঞ্চায়েতের বাটরাগ্রামে। রবিবার সন্ধ্যায় সেখানে চলছিল অনুষ্ঠান। এ উপলক্ষে রাস্তার ধারে একাধিক দোকান বসেছিল। তার মধ্যে গ্যাস বেলুন বিক্রেতা ও ছিলেন। রবিবার রাত সাড়ে ৯টায় আচমকাই রাস্তায় গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে যায়। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা। দুর্ঘটনায় গ্যাস বেলুন বিক্রেতা মুচিরাম হালদার মারা যান। এছাড়া মারা গেছেন কুতুবউদ্দিন মিস্ত্রি (৩৬), শাহিন মোল্লা(১৪) এবং আবির গাজি। বিস্ফোরণের ঘটনা শুনেই ঘটনাস্থলে আসে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছে পুলিশ।
Leave a Reply