সুজন চক্রবর্তী:-আসাম( ভারত):-
রান্না না করায় রাগের বশে স্ত্রীকে নির্মমভাবে পিটিয়ে খুন করল স্বামী, এমনই অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। সোমবার ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের ভাতারের রাজিপুর গ্রামে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, নিহত মহিলার নাম মঙ্গলি মুর্মু (৩৩)। বাড়ি ঝাড়খন্ডের দুমকার। স্বামী সুরেশ মাড্ডির সঙ্গে ভাতারের রাজিপুর গ্রামে এক কৃষকের বাড়িতে ধান রোপনের কাজে এসেছিলেন তারা। সেখানেই তাদের থাকার ব্যবস্থা করা হয়। জানা যায়, সোমবার সকাল ১১ টায় গ্রামবাসীরা জানতে পারেন সুরেশ তার স্ত্রীকে ব্যাপকভাবে মারধর করেছে। গ্রামবাসীরা সেখানে গিয়ে রক্তাক্ত ও অচৈতন্যবস্থায় দেখতে পান মঙ্গলিকে। মৃত্যু হয়েছে বুঝতে পেরে স্থানীয়রাই পুলিশকে খবর দেন। ভাতার থানার পুলিশ ঘটনাস্থল থেকে মঙ্গলি মুর্মুকে উদ্ধার করে ভাতার গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ও স্থানীয়রা জানান, রান্না না করায় স্বামী – স্ত্রী মধ্যে ব্যাপক বাকবিতণ্ডা থেকে এই ঘটনা ঘটে। ভাতার থানার ওসি অরুন কুমার সোম জানান, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। খুনের ধারায় মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Leave a Reply