সুজন চক্রবর্তী,আসাম( ভারত)প্রতিনিধিঃ-
আসামরাজ্যের শিলচরের রামনগরে মাদকসহ পাচারকারীকে আটক করল রামনগর বি ১৪৭ সিআরপিএফ বাহিনী। বুধবার দিনদুপুরে মাদক বিক্রি করতে এসে রামনগর আইএসবিটি সংলগ্ন বাইপাসে ধরা পড়ল বদরপুরের ওই পাচারকারী। গোপনসূত্রের ভিত্তিতে অভিযানে নেমে রামনগর আইএসবিটি সংলগ্ন বাইপাসে একটি ধাবার সামনে দাঁড়িয়ে থাকা অটোতে তল্লাশি চালিয়ে বেশকিছু গাঁজাসহ হেরোইনের কৌটা ডেকে বাজেয়াপ্ত নেশা সামগ্রী সহ ধৃতকে সমঝে দেয় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ। জানা যায়, ধৃত অমল উদ্দিন বদরপুর থেকে অটোতে এসে রামনগর আইএসবিটি সংলগ্ন বাইপাসে এক ধাবার সামনে দাঁড়িয়ে খদ্দরের অপেক্ষায় ছিল। অটোর নম্বর এএস ১০ সি ৩৪৪৮। দীর্ঘদিন যাবৎ বদরপুর থেকে নিয়ে এসে নেশা সামগ্রীর হাত বদল চালিয়ে যাচ্ছিল অমল উদ্দিন। ধৃতদের জেরা চালিয়ে মাদক বাণিজ্য উৎখাতে তদন্ত অব্যাহত রয়েছে পুলিশের।
Leave a Reply