সুজন চক্রবর্তী, আসাম( ভারত)প্রতিনিধিঃ-
গভীর রাতে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে মৃত্যু হল এক হোটেল কর্মীর। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বৃহস্পতিবার গভীর রাতে ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ির সেবক মোড়ে হিলকার্ট রোডের হোটেলে এ ঘটনাটি সংগঠিত হয়েছে। জানা যায়, গভীর রাতে আচমকা কালো ধোঁয়ায় ঢেকে যায় শিলিগুড়ি সেবক মোড়ে হিলকার্ট রোড। প্রথমে স্থানীয়রা বিষয়টি বুঝে উঠতে পারেননি। কয়েক মুহূর্তেই নজরে পড়ে দাউ দাউ করে জ্বলছে একটি হোটেল। ভিতরে আটকে পড়েন হোটেলের এককর্মী। প্রথমে স্থানীয়রাই উদ্ধার কাজে হাত লাগান। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকল কর্মীরা। তাঁদের বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে ঝলসে মৃত্যু হয়েছে আটকে পড়া কর্মী পরিমল দাসের। সূত্রে প্রকাশ, পুড়ে ছাই হয়ে গিয়েছে হোটেল। সেই সঙ্গে পাশে থাকা বেশ কয়েকটি দোকান ও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি।
Leave a Reply