1. admin@dailypratidinerbarta.com : admin :
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
একটি নম্বরে থাকবে রোগীর সব তথ্য রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধী দিবস পালন রূপগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে নিহত এক, দগ্ধ তিন পুলিশ হেফাজতে যুবকের আত্মহত্যা  যারা পেলেন ‘চারদিকে সেলফ রিলায়েন্ট অ্যাওয়ার্ড’ কদমতলী থানা প্রেসক্লাব ঢাকা নবনির্বাচিত সভাপতি মহিউদ্দিন আহম্মেদ ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান গুনাহমুক্ত থাকতে হলে দুনিয়ার মোহ ছেড়ে আখেরাতমুখী হতে হবে বিশ্ব প্রতিবন্ধী দিবসে জাগরণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার আয়োজন সাতক্ষীরা দেবহাটায় ৩৫ তম আন্তর্জাতিক ও ২৫ তম জাতীয় প্রতিবন্ধি দিবস২৩ উদযাপন নলছিটির ২ নং মগড় ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

সাবরাং ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ভাষা শহীদের প্রতি ফুলের শ্রদ্ধা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৩৪ বার পঠিত

আব্দুর রহমান,টেকনাফ প্রতিনিধিঃ-

টেকনাফ উপজেলার সাবরাংয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের প্রতি ফুলের শ্রদ্ধা জানিয়েছে সাবরাং ইউনিয়ন আওয়ামীলীগ।মঙ্গলবার একুশের প্রথম প্রহর ১২টা ১ মিনিটে সাবরাং উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে সাবরাং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল ফয়সাল সুমনের নেতৃত্বে পুস্প স্তবক অর্পন করে, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন সাবরাং ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা। একুশের প্রথম প্রহরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক মনির আহমদ,৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মাখন,৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কবির আহমদ, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা যথাক্রমে আরজু নজরুল, মৌঃজিয়াবুল হক, ইমান হোসেন, আনোয়ার হোসেন, আব্দুর রহিম বুদ্ধি, হাবিব সহ অসংখ্য নেতৃবৃন্দ প্রমুখ।
এ সময়ে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল ফয়সাল সুমন বলেন,একুশের পথ ধরেই আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব, লাল-সবুজের পতাকা আর আত্মপরিচয়ের অধিকার অর্জন করেছি। তাই গৌরবোজ্জ্বল, প্রেরণায় মহিমান্বিত আর চেতনা শানিত করারও শক্তি হল একুশে ফেব্রুয়ারি। প্রতি বছর যখন বসন্ত আসে, কৃষ্ণচূড়ার শাখায় বসে দরাজ কণ্ঠ ছেড়ে কৃষ্ণ-কোকিল গান ধরে, পলাশ-শিমুল রক্তরাগে প্রকৃতিকে রাঙিয়ে ঝিরি ঝিরি দখিনা সমীরণের প্রবাহ ঘটায়, ছুড়ে ফেলে দেয় নির্জীবতাকে, তখনই চেতনায় নাড়া দিয়ে ওঠে যে, এসেছে ফেব্রুয়ারি। তাই তো বসন্তের সম্মিলনে আমাদের চেতনায় আল্পনা এঁকে দেয় অমর একুশে।
বাঙালির ভাষা, সাহিত্য, সংস্কৃতি তথা যা কিছু মহান, সবকিছুতেই একুশের চেতনা বিদ্যমান। বাঙালি জাতিসত্তা বিকাশের যে সংগ্রামের সূচনা সেদিন হয়েছিল, মুক্তিযুদ্ধের গৌরবময় পথ বেয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মধ্য দিয়ে তা চূড়ান্ত পরিণতি লাভ করে। একুশে ফেব্রুয়ারি তাই বাঙালির কাছে চির প্রেরণার প্রতীকে পরিণত হয়েছে। একুশের প্রথম প্রহর থেকেই জাতি কৃতজ্ঞ চিত্তে ভাষা শহীদদের স্মরণ করছে। সবার কণ্ঠে বাজছে একুশের অমর শোকসঙ্গীত- ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দৈনিক প্রতিদিনের বার্তা ©
Theme Customized By Shakil IT Park