সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ-
অকালে চলে গেলেন আসাম রাজ্যের এক এসিএস মহিলা আধিকারিক। এ বেমথই চানু নামের ওই মহিলা কাবিং আংলঙের বোকাজানে অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। ২০১৫ সালের এপিএসসি পরীক্ষায় ৫৯ নম্বর হন চানু। ২০১৬ সালে চাকরিতে যোগদান করেন তিনি। মঙ্গলবার দুপুরে ডিমাপুরের এক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন ওই মহিলা আধিকারিক। ১২ ডিসেম্বর শারীরিক অসুস্থতা বেশি দেখা দিলে ডিমাপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।তাঁর শরীরে নানা উপসর্গ দেখা দেয়। ছিল কিডনি ও লিভারজনিত সমস্যাও।ছত্রিশ বছর বয়সের চানুর বাড়ি লক্ষীপুর বিধানসভা কেন্দ্রের রুপাইবালির আনোয়ারপার গ্রামে।ফুলের তলের একটি ইংরেজি মিডিয়াম স্কুলের প্রাক্তন কর্মী জয়বিদ্যা সিংহ ও সুভাষিনী দেবীর কন্যা চানু। তাঁর মৃত্যু সংবাদ চাউর হওয়ার পর পুরো রাজ্য জুড়েই শোকের ছায়া নেমে আসে।
Leave a Reply