সুজন চক্রবর্তী, আসাম ( ভারত):-
হাতির আক্রমণে নিহত মাধ্যমিক পরীক্ষার্থীর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ৫ লক্ষ টাকার চেক। শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের মান্তাদাড়ি গ্রাম পঞ্চায়েতের মহারাজঘাটের মৃত অর্জুন কুমার দাসের বাবা বিষ্ণু দাসের হাতে এই চেক প্রদান করেন জলপাইগুড়ি জেলাশাসক মৌমিতা গোদার বসু, রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাজগঞ্জ ব্লকের মান্তাদাড়ি গ্রাম পঞ্চায়েতের মহারাজঘাটের বাসিন্দা বিষ্ণু দাস তার ছেলেকে বাইকে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে যাচ্ছিলেন। সেই সময় হাতির মুখে পড়েন তারা। হাতির হামলায় মৃত্যু হয় মাধ্যমিক পরীক্ষার্থী অর্জুন কুমার দাসের। এরপর শুক্রবার পরিবারের সঙ্গে দেখা করে ৫ লক্ষ টাকার চেক তুলে দেন প্রশাসনিক আধিকারিকরা। এ সময় উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার আখিলেশ কুমার চতুর্বেদী, এডিশনাল প্রিন্সিপাল চিফ কনজারভেটর অফ ফরেস্ট নর্থ বেঙ্গল উজ্জ্বল ঘোষ, বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্ত, রাজগঞ্জের বিডিও পংকজ কোনার সহ অন্যান্য আধিকারিকরা।
Leave a Reply