অনলাইন ডেস্ক :-
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এসপি কেমিক্যাল ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৯টি ইউনিট একযোগে কাজ করছে। তবে এখন পর্যন্ত আগুনের তীব্রতা কমানো সম্ভব হয়নি।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় উপজেলার দুপ্তারা এলাকায় অবস্থিত এসপি কেমিক্যালে এ আগুনের সূত্রপাত হয়। ঢাকা পোস্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক ফখরুদ্দিন আহমেদ।
আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরো ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে। বর্তমানে সেখানে আগুন নিয়ন্ত্রণে মোট ৯টি ইউনিট কাজ করছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ ঢাকা পোস্টকে জানান, ঘটনাস্থলে আমাদের ৯টি ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে এলে এর সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বিস্তারিত জানানো যাবে।
Leave a Reply