সুজন চক্রবর্তী, আসাম( ভারত)প্রতিনিধিঃ-
আসামরাজ্যে বন্দনা কলিতার ডাবল খুনের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার পুত্রবধূর নৃশংসতার শিকার হলেন বৃদ্ধা শ্বাশুড়ি। আসামের বরপেটার সরুক্ষেত্রী জেলার কমলাবাড়িতে এই চাঞ্চল্যকর ঘটনাটি সংগঠিত হয়েছে। মঙ্গলবার পুত্রবধূ শ্বশুর সুবুর আলিকে মেয়ের জামাই বাড়িতে অর্থাৎ সালমা তার ননদের বাড়িতে পাঠিয়ে দেয়। সালমা রাতে ঘরে কেউ না থাকার সুযোগে শ্বাশুড়ি জামেলা ভানুকে হত্যা করে। সে তার শ্বাশুড়ির পা ও গলায় দড়ি দিয়ে বেঁধে কম্বল জড়িয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। বুধবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসে। সালমার স্বামী জেহেরুল ইসলাম সিআরপিএফ কর্মী। চাকরি সূত্রে তিনি বাইরে কর্মরত রয়েছেন। এই সুযোগে নৃশংস হত্যাকান্ডটি ঘটায় সালমা। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ইতিমধ্যে পুলিশ ও ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করছেন।
Leave a Reply