সুজন চক্রবর্তী,আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
আসামরাজ্যের কাছাড়জেলার লক্ষীপুর থানা এলাকার ফুলেরতল মারকুলিন থেকে স্বয়ংক্রিয় পিস্তল সহ গ্রেফতার করা হয় ১ ব্যক্তিকে। তার নাম লালজারলিয়েন মার ( ৫৫)। বাড়ি ফুলেরতল হিল পুঞ্জি। সোমবার সকালে ২৯ আসাম রাইফেলস ও লক্ষীপুর পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ফুলেরতল বাইপাস সড়ক থেকে লালজারলিয়েন মারকে গ্রেফতার করে। তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। দিনভর তাকে জিজ্ঞাসাবাদ করেন ২৯ আসাম রাইফেলস কর্মকর্তারা। এদিন রাতে তাকে সমঝে দেওয়া হয় লক্ষীপুর থানায়। সে কোন জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত কিনা এব্যাপারে মুখ খুলছে না পুলিশ। পিস্তলসহ ধৃত লালজারলিয়েন মার আগে মারকুলিন চার্চের পাস্টর ছিলেন বলে জানা যায়।
Leave a Reply