1. admin@dailypratidinerbarta.com : admin :
মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে উপ-নির্বাচনে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা অপরিকল্পিত ভাবে খাল খননে ভেঙ্গে পড়েছে আলাইকুঁড়ি ব্রীজ – ভোগান্তিতে হাজারো মানুষ প্রবাস প্রজন্মে শেখ হাসিনার নেতৃত্ব-গুণ ছড়িয়ে দেয়ার সংকল্প শেখ হাসিনা পরিষদ’র যুক্তরাষ্ট্র শাখার পরিচিতি সভায় সাভারে ডাকাতির প্রস্তুতিকালে ডিবির অভিযানে ০৭ ডাকাত গ্রেফতার ধনবাড়ীতে নিয়ন্ত্রণহীন কাভার্ড ভ্যান প্রান কেড়ে নিল ঘুমন্ত মা-মেয়ের কায়েতপাড়া উপনির্বাচন: নির্বাচনি প্রচারনায় ব্যস্ত প্রার্থীরা- নির্বাচনের আমেজ নেই ভোটারদের মাঝে লাখাইয়ে মাদক, জুয়া ও দাঙ্গা প্রতিরোধে বিটপুলিশিং সমাবেশ নারায়ণগঞ্জের পদ্মাসিটি-২ নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু গজারিয়ায় পূর্ব শত্রুতার জেরে মারধর থানা অভিযোগ। নলডাঙ্গায় পিপরুল ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

কোহলির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন শান্ত

  • আপডেট সময় : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ৩৭ বার পঠিত

স্পোর্টস ডেস্ক:-
বাইশগজে স্বপ্নের মতো সময় কাটছে নাজমুল হোসেন শান্তর। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বাংলাওয়াশের স্বাদ দেওয়ার নেপথ্য নায়ক টাইগার এ বাঁহাতি ব্যাটার। সিরিজজুড়ে ব্যাট হাতে দ্যুতি ছড়িয়ে সিরিজসেরার পুরস্কারও জিতেছেন শান্ত। এর আগে ওয়ানডে সিরিজেও ধরে রেখেছিলেন ধারাবাহিকতা। এবার তারই ছাপ দেখা গেল আইসিসির হালনাগাদকৃত টি-টোয়েন্টির ব্যাটার র‌্যাংকিংয়ে। দুরন্ত ফর্মে থাকা শান্ত র‌্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন। তার চেয়ে একধাপ ওপরে আছেন ভারতীয় ব্যাটার বিরাট কোহলি। পয়েন্ট ব্যবধানে বলতে গেলে কোহলির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন শান্ত।

বুধবার (১৫ মার্চ) আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত আপডেট র‌্যাংকিং অনুযায়ী, টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় ৬৮ ধাপ উন্নতি হয়েছে শান্তর। ৫৯৩ রেটিং পয়েন্ট নিয়ে ক্যারিয়ার সেরা ষোলতম স্থানে এই ব্যাটার। এদিকে, ৬১২ পয়েন্ট নিয়ে ১৫তম অবস্থানে আছেন বিরাট কোহলি।

টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাংকিংয়ে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সেরা অবস্থানে রয়েছেন শান্তই। বাংলাদেশের অন্য ব্যাটারদের মধ্যে উন্নতি করেছেন লিটন দাস। তিনি ইংল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা ৭৩ রানের ইনিংস খেলেছেন। ৫৬৬ রেটিং পয়েন্ট নিয়ে তার বর্তমান অবস্থান ২২ নম্বরে।

এছাড়া সেরা পাঁচ ব্যাটারের তালিকায় কোনো নড়চড় হয়নি। ৯০৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষেই আছেন ভারতীয় তারকা ব্যাটার সূর্যকুমার যাদব। এছাড়া দুই ও তিনে আছেন যথাক্রমে মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম।

মুগ্ধতা ছড়াচ্ছেন শান্ত

ক্যারিয়ারে অনেক উত্থান-পতনের সাক্ষী থেকেছেন টাইগার ওপেনার শান্ত। শত ট্রল, শত কটু কথা, আর আন্তর্জাতিক ক্রিকেটের চাপ এসব চ্যালেঞ্জ পাশ কাটিয়ে ধারাবাহিক হয়েছেন অবশেষে। নিজেকে বদলে ফেলার শুরুটা হয়েছিল সর্বশেষ বিপিএল দিয়ে। দেশি এবং বিদেশি তারকা ব্যাটারদের টপকে সর্বোচ্চ রানসংগ্রাহক এবং টুর্নামেন্টসেরার পুরস্কার জিতেছিলেন শান্ত। যদি তা নিয়েও টিটকারি কম হয়নি। জাতীয় দলে আসলেই যেই-সেই হয়ে যাবে এমন কটু কথাও শুনতে হয়েছে তাকে একটা সময় পর্যন্ত।

তবে সব সমালোচনা আর ট্রলের জবাব দেওয়ার মঞ্চ হিসেবে বেছে নিলেন চিরচেনা বাইশগজকেই। আন্তর্জাতিক ক্যারিয়ারে দারুণ সময় কাটাচ্ছেন। ব্যাট হাতে যেমন প্রতিপক্ষের বোলারদের তুলোধুনো করছেন, তেমনি ফিল্ডিংয়েও দারুণ কার্যকর। যেখানে বল সেখানেই দেখা মেলে শান্তর।

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ব্যাট হাতে বলতে গেলে একাই দলকে টেনেছিলেন। টি-টোয়েন্টি সিরিজেও ধারাবাহিকতা ধরে রাখেন। সদ্য সমাপ্ত সিরিজটিতে তি ম্যাচে ১৪৪ রান করেছেন শান্ত। প্রথম ম্যাচে করেছেন ম্যাচজয়ী অর্ধশতক। বাকি দুই ম্যাচেও ছিলেন শেষ পর্যন্ত অপরাজিত। সিরিজে মাত্র একবার তাকে আউট করতে পেরেছেন ইংলিশ বোলাররারা। এবার তারই স্বীকৃতি মিলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দৈনিক প্রতিদিনের বার্তা ©
Theme Customized By Shakil IT Park