নাজমুল হাসান নাজিরঃ-
বগুড়ার ধুনট উপজেলা কৃৃষি সম্প্রসারণ অধিদপ্ত অায়োজিত আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৩ ইং এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ঘটিকার সময় উপজেলা পরিষদ চত্বরে।
উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ভাই চেয়ারম্যান মহসীন আলম, উপজেলা কৃৃষি অফিসার আসাদুজ্জামান, ধুনট থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম,পৌর মেয়র এজিএম বাদশা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম ,উপজেলা শিক্ষা অফিসার ফজলুর রহমান ,উপজেলা মৎস্য কর্মকর্তা মীর ওমর ফারুক,
উপজেলা অাওয়ামী লীগের সাবেক সহসভাপতি গোলাম সোবাহান ,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: নাবিল ফারাবী ,উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার নুর নাহার ,শুকান্ত মদক, উপসহকারী কৃৃষি সম্প্রসারণ অফিসার আরিফুর রহমান, উপ-সহকারী কৃষি অফিসার জুয়েল হোসেন, সিরাজুল ইসলাম,সামিউল্লাহ, সাজেদুল ইসলাম, ধুনট সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রযুক্তি মেলায় ১২ টি স্টল বরাদ্দ ছিল, স্টল গুলিতে বিভিন্ন প্রযুক্তি পরিদর্শন করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি।
Leave a Reply