শাকিল প্রধান,গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ-
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মৃণাল কান্তি দাস এমপি।
গতকাল মঙ্গলবার সকাল ১০ টার দিকে তিনি বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়,তেতৈতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোট রায়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড় রায়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন তিনি। এসময় প্রতিষ্ঠানগুলো নানা সমস্যাদি নিজের চোখে দেখেছেন।এ সময় বিভিন্ন শিক্ষক কর্মচারীদের শারীরিক খোঁজ-খবর নেন।বিদ্যালয়ের শিক্ষকদের সাথে প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব রেফায়েত উল্লাহ খান তোতা, বালুয়াকান্দী ইউপি চেয়ারম্যান শহিদুজ্জামান জুয়েল সরকার, ইমামপুর ইউপি চেয়ারম্যান হাফিজুজ্জামান খান জিতু, টেঙ্গারচর ইউপি চেয়ারম্যান কামরুল হাসান ফরাজী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply