নাজমুল হাসান নাজিরঃ-
বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী কে.ও. বালিকা উচ্চ বিদ্যালয় আয়োজিত গোসাইবাড়ী করিম বকস ওয়াছিম উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার দুপুরে গোসাইবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে।
গোসাইবাড়ী করিম বকস ওয়াছিম উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার সরকার, গোসাইবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হক বাচ্চু, বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামসহ শিক্ষক কর্মচারীবৃন্দ ও ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ, গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চপলসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply