সুজন চক্রবর্তী, আসাম( ভারত) প্রতিনিধিঃ-
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কি পেতে পারেন নোবেল পুরস্কার। নোবেল প্রাইজ কমিটির ডেপুটি লিডারের মন্তব্যে এমনই জল্পনা কল্পনা তৈরি হয়েছে ভারত জুড়ে। সূত্রে প্রকাশ, বুধবার একটি অনুষ্ঠানে নোবেল প্রাইজ কমিটির ডেপুটি লিডার আসলে তোজে জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নোবেল শান্তি পুরস্কারের অন্যতম দাবিদার। তাঁর বিভিন্ন জনকল্যাণমূলক নীতির জন্যই ভারত ক্রমে আরও সমৃদ্ধ হয়েছে, শক্তিশালী হয়েছে। এদিন তোজে বলেন, নোবেল শান্তি পুরস্কারের সবচেয়ে বড় দাবিদার হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নেতার দাবি, ভারত শান্তির পথে চলে। এদেশের শান্তি স্থাপনের ঐতিহ্য রয়েছে। যুদ্ধ থামানোর ক্ষেত্রে সবথেকে বিশ্বাসযোগ্য ও নির্ভরযোগ্য নেতা হলেন প্রধানমন্ত্রী মোদি। একমাত্র তিনিই বিশ্বে শান্তি স্থাপন করতে পারেন। তোজের কথায়, মোদি ইউক্রেন – রাশিয়া যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন মোদি। মোদির বার্তা এক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। বিশ্বের প্রতিটি দেশেরই উচিত শান্তি স্থাপনের উদ্দেশ্যে কাজ করা। এছাড়াও বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে ও দেখা যায় তাঁকে। তোজের দাবি, ভারত কোনও দেশকে ভয় দেখায় না, যুদ্ধে প্ররোচনা দেয় না। বন্ধুত্বপূর্ণ পদ্ধতিতে সমস্যার সমাধান করার চেষ্টা করে। বিশ্ব শান্তিরক্ষায় আন্তর্জাতিক রাজনীতিতে এমন পদ্ধতিই আরও ব্যাপক আকারে ছড়িয়ে পড়ুক, তেমনটাই চায় নোবেল কমিটি। নরওয়ের নোবেল কমিটির ডেপুটি লিডার হলেন এই আসলে তোজে। উল্লেখ্য, প্রতিবছর এই কমিটিই ঠিক করেন সমাজ ও সংস্কৃতির বিভিন্নক্ষেত্রে কারা নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য। চলিত সপ্তাহেই ভারতে আসছেন এই কমিটির প্রতিনিধিরা। সম্প্রতি আবার ও বিশ্বের জনপ্রিয় নেতার তালিকায় শীর্ষস্থান দখল করে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমেরিকার সংস্থা মনিং কনসাল্টের সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। এই নিয়ে তৃতীয়বার বিশ্বের সব থেকে জনপ্রিয় নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন মোদি।
Leave a Reply