ইউসুফ হোসেন,নাটোর জেলা প্রতিনিধিঃ-
নাটোরের নলডাঙ্গায় দুর্লভপুর হাওলাদারপাড়া থেকে মুন্জু মোল্লা ও মুনাক্কা নামের ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নলডাঙ্গা থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছে
নলডাঙ্গা থানর অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম।
তিনি বলেন
নলডাঙ্গা থানার টিম অভিযান কালে ইং ২১/০৩/২০২৩ তারিখ ২১.০৫ ঘটিকায় নলডাঙ্গা থানাধীন দুর্লভপুর হাওয়ালদারপাড়া গ্রামস্থ মোঃ মুঞ্জ মোল্লা (৫০), পিতা-মোঃ জয়েন মোল্লা এর বসতবাড়ীর দক্ষিন দুয়ারী পশ্চিম পার্শ্বের শয়ন ঘরের ভিতর হইতে ০৩ (তিন) পিচ গোলাপী রংয়রে ইয়াবা ট্যাবলটে ও ০.১০ (শূন্য দশমকি এক শূন্য) গ্রাম হেরোইন সহ আসামী ১। মোঃ মুঞ্জ মোল্লা (৫০), পিতা-মোঃ জয়েন মোল্লা, সাং-র্দুলভপুর (হাওয়ালদারপাড়া), থানা-নলডাঙ্গা, জেলা-নাটোর, ২। মোঃ মুনাক্কা (৪০), পিতা-মৃত মসলেম উদ্দিন খা, সাং-বীরকুৎসা, থানা- বাগমারা, জেলা-রাজশাহী’দ্বয়কে গ্রেফতার করা হয়। আসামী’দ্বয়ের বিরুদ্ধে নলডাঙ্গা থানার মামলা নং-১১, তাং-২১-০৩-২০২৩ খ্রিঃ, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) সারনির ৮ (ক)/১০(ক) রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। উল্লেখ্যে যে, ধৃত ১নং আসামীর বিরুদ্ধে পূর্বের ০২ টি মাদক মামলা ও ২ নং আসামীর বিরুদ্ধে পূর্বের ০১ টি মাদক মামলা রয়েছে।
Leave a Reply