আরিফ মিয়া,স্টাফ রিপোর্টারঃ-
নারায়ণগঞ্জে পবিত্র রমজান উপলক্ষে হাটবাজার মনিটরিং কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গণ। অনিয়ম দেখলেই করবেন জেল-জরিমানা।
আজ বৃহস্পতিবার দুপুরে শহরের চাষাড়া, কালির বাজার ও দিগু বাবুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুশরাত আরা খানমের নেতৃত্বে এবং কৃষি বিপণন কর্মকর্তা রোকেয়া আক্তার ও জেলা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয় ।
এ সময় বিভিন্ন পণ্যের মূল্য তালিকা যথাযথ ভাবেনা টাঙানো এবং কৃষি বিপণন অধিদপ্তরের লাইসেন্স না থাকায় দুই মামলায় ছয় হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও বিভিন্ন দোকানদার, বিক্রেতাদের যথাযথ মূল্য তালিকা রাখার জন্য ও ওজন পরিমাপাক যন্ত্র পরীক্ষা করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়।
Leave a Reply