সুজন চক্রবর্তী, আসাম ( ভারত)প্রতিনিধিঃ-
৫ বছর আগে সংসদে দাঁড়িয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ! এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে মানহানির মামলা করার সিদ্ধান্ত নিলেন কংগ্রেস নেত্রী রেণুকা চৌধুরী। ২০১৮ সালে সংসদেই রেণুকাকে ” শূর্পনখা” এর সঙ্গে তুলনা করেছিলেন প্রধানমন্ত্রী। এই ইস্যুকে হাতিয়ার করেই এবার ময়দানে কং নেত্রী। একটি টুইটে প্রধানমন্ত্রীর ভিডিও পোস্ট করে কংগ্রেস নেত্রী লেখেন, আদালত কত দ্রুত ব্যবস্থা নেয়, সেদিকে তাকিয়ে আছি। এবার পাল্টা বিজেপিকে বিধঁতে প্রধানমন্ত্রীকে টার্গেট করে ময়দানে নামল কংগ্রেস। উল্লেখ্য, ২০১৮ সালে রাজ্যসভায় সংসদে দাঁড়িয়েই রেণুকা চৌধুরীকে ” শূর্পনখা” এর সঙ্গে তুলনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৮ সালের ৭ ই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর বাজেট অধিবেশনের জবাবি ভাষণ চলাকালীনই বিরোধীদের হট্রগোলের মধ্যে হঠাৎ হেসে ওঠেন কংগ্রেস নেত্রী রেণুকা চৌধুরী। সেই সময় রাজ্যসভার চেয়ারম্যান ছিলেন বেস্কাইয়া নায়ডু। নেত্রীর হাসি শুনে তাকে তিরস্কার করেন নায়ডু, সেই সময়ই রেণুকা দেবীকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, রেণুকাজিকে কিছু বলবেন না। রামায়ণ সিরিয়ালের পর এই প্রথম এই ধরণের হাসি শুনলাম। এদিন প্রধানমন্ত্রীর সেই ভাষণের ভিডিও শেয়ার করে টুইট করেন কংগ্রেস নেত্রী। রেণুকার অভিযোগ, সেদিন রাজ্যসভায় তাকে শূর্পনখার সঙ্গে তুলনা করেছেন প্রধানমন্ত্রী। এই ইস্যুতে পাল্টা জবাব দিয়েছেন বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, ২০১৮ সালের ৭ই ফেব্রুয়ারি রাজ্যসভায় তুমুল হইহট্রগোলের মধ্যে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী মোদি। সেই সময় রেণুকা চৌধুরীকে নিয়ে মন্তব্য করেন তিনি। তবে কোথাও তাঁকে শূর্পনখা বলা হয়নি।
Leave a Reply