সুজন চক্রবর্তী, আসাম ( ভারত)প্রতিনিধিঃ-
অভিনেত্রী আকাঙ্খা দুবের মৃত্যুর ঘটনায় নয়া মোড়ে। ঘটনার পর নেটিজেনদের নিশানায় আরেক ভারতের ভোজপুরী তারকা সমর সিং। অভিযোগ, সমরকে ভালবাসতেন আকাঙ্খা। আর তাঁর জন্যই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তরুণ অভিনেত্রী। মাত্র ২৫ বছর বয়স আকাঙ্খার। অল্প বয়সেই ভোজপুরী বিনোদন জগতে কেরিয়ার শুরু করেন। ইতিমধ্যেই বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তরুণ অভিনেত্রী। রবিবার সকালে উত্তরপ্রদেশের বারাণসীর হোটেলের ঘরে আকাঙ্খার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সেখানে নতুন সিনেমার শুটিং করতে গিয়েছিলেন অভিনেত্রী। শোনা যায়, শুটিংয়ের জন্য আকাঙ্খাকে ডাকতে গিয়েছিলেন ছবির মেকআপ শিল্পী। তিনিই অভিনেত্রীর ঝুলন্ত দেহ দেখতে পান। এ ঘটনার পর থেকেই নাকি সমরের খোঁজ পাওয়া যাচ্ছিল না। অভিনেতার ফোন ও সুইচ অফ ছিল। পরে সোশ্যাল মিডিয়ায় তিনি কান্নার ইমেজি দিয়ে আকাঙ্খার আত্মার শান্তি কামনা করেন। সেই পোস্টের কমেন্ট বক্সেই একের পর এক অভিযোগ আসতে থাকে। সমরকে ভালবেসেই আকাঙ্খার এই হাল এমন দাবি করা হয়। উল্লেখ্য, গত ১৪ ই ফেব্রুয়ারি সমরের সঙ্গে সম্পর্কের কথা সোশ্যাল মিডিয়ায় একপ্রকার জানিয়েই দিয়েছিলেন আকাঙ্খা। অভিনেতার সঙ্গে ছবি শেয়ার করে জানিয়ে ছিলেন ভ্যালেন্টাইনস ডে’র শুভেচ্ছা।
Leave a Reply