সুজন চক্রবর্তী, আসাম ( ভারত)প্রতিনিধিঃ-
ভারতের প্রভাবশালী ব্যক্তির তালিকায় এখন ১৭ নম্বর স্থানে রয়েছেন আসামের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা। আগে তিনি এই তালিকায় ৩২ নম্বর ছিলেন। সর্বভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ভারতের একশত প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় ১ম স্থানে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২য় স্থানে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ৩য় স্থানে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী এস জয় শংকর, ৪র্থ স্থানে ভারতের মুখ্য বিচারপতি ওয়াই এস চন্দ্রচূড় এবং ৫ম স্থানে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ৬ষ্ঠ স্থানে সংঘপ্রধান মোহন ভাগবত, ৭ম স্থানে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, ৮ম স্থানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, ৯ম স্থানে শিল্পীপতি মুকেশ আম্বানি এবং ১০ম স্থানে রয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তালিকায় প্রাক্তন সর্বভারতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী রয়েছেন ১৫ নম্বরে। এর আগে তিনি এই তালিকায় ছিলেন ৫১ নম্বরে।
Leave a Reply