সুজন চক্রবর্তী, আসাম ( ভারত)প্রতিনিধিঃ-
টিএমে টাকা তুলতে গিয়ে প্রতারণার শিকার এক মহিলা। অ্যাকাউন্ট থেকে ২৫ হাজার টাকা উধাও। গত ২৫ শে মার্চ ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ির সংলগ ফুলবাড়ি জোড়াপাকরি এলাকায়। জানা যায়, প্রতারিত মহিলার নাম রুকসার খাতুন। গত ২৫শে মার্চ ফুলবাড়ির এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে টাকা তোলার জন্য যান তিনি। এটিএমে ভিড় থাকায় শুধুমাত্র ব্যালেন্স চেক করে বেরিয়ে যান। পরে টাকা তোলার জন্য এটিএমে গেলে কার্ডটি কাজ করে না। তার কিছুক্ষণের মধ্যেই মোবাইলে ম্যাসেজ আসে যে অ্যাকাউন্ট থেকে কয়েক দফায় ২৫ হাজার টাকা তোলা হয়েছে। পরে তিনি বুঝতে পারেন যে এটিএম কার্ডটি তাঁর কাছে ছিল সেটি তার নয়। ঘটনার পর এনজেপি থানায় অভিযোগ দায়ের করেছেন মহিলা। অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রতারিত মহিলা রুকসার খাতুন সাংবাদিকদের জানান, বাড়ির কাজের জন্য লোন নিয়ে ছিলেন। সেই টাকা ফুলবাড়ির এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে টাকা তোলার জন্য যাই। সেখানে প্রতারণার ঘটনা ঘটে। প্রথমবার এটিএমে টাকা চেক করার সময় পিছনে একব্যক্তি দাঁড়িয়ে ছিল। সেই ব্যক্তি এটিএম কার্ডটি পাল্টে দিয়েছিল বলে অনুমান।
Leave a Reply