আরিফ মিয়া,স্টাফ রিপোর্টারঃ-
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ
সদস্য মুহম্মদ গিয়াসউদ্দিনসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের বাড়িতে পুলিশ ডিবি পুলিশের অভিযান চালানোর অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (৩১ মার্চ) রাতে এই অভিযোগ করেন বিএনপি
নেতাকর্মীরা। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে
নিয়ে স্ট্যাটাসও দেন।
এসময় সিদ্ধিরগঞ্জে অবস্থিত জেলা বিএনপির আহ্বায়ক
মুহম্মদ গিয়াসউদ্দিনের বাসভবন মুক্তিযোদ্ধা নিবাসে
অভিযান চালায় পুলিশ ও ডিবি পুলিশের একটি যৌথ
অভিযানিক দল।
তবে অভিযানের খবরে আগে থেকেই বাড়িতে ছিলেন
না গিয়াসউদ্দিন ও তার পরিবারের কেউ। এ ছাড়াও শহরের যুবদল নেতা মাজহারুল ইসলাম
জোসেফের বাড়িতে অভিযান ও বিএনপি নেতা অ্যাডভোকেট ভাষানীকে আটকের অভিযোগ করেন
বিএনপি নেতারা। মূলত ১ এপ্রিল নারায়ণগঞ্জ জেলা বিএনপির অবস্থান কর্মসূচিকে ঘিরে জেলাজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী
বাহিনী ধরপাকড় চালাচ্ছে বলে জানান বিএনপি
নেতাকর্মীরা। এদিকে এখন পর্যন্ত অ্যাডভোকেট ভাসানী ও বিএনপির কর্মী সাব্বিরসহ বিএনপির চারজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে দলের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে।
এদিকে অভিযানের ব্যাপারে এখন পর্যন্ত কোন তথ্য
দিতে অপারগতা প্রকাশ করেন পুলিশ ও ডিবির
কর্মকর্তারা। এ ব্যাপারে পরবর্তীতে জানানো হবে বলে
জানিয়েছেন তারা।
Leave a Reply