সুজন চক্রবর্তী, আসাম (ভারত)প্রতিনিধিঃ-
পারিবারিক বাকবিতণ্ডার জেরে স্ত্রীকে লোহার রড দিয়ে পেটানোর অভিযোগ স্বামীর বিরুদ্ধে। তাতেই মৃত্যু হল স্ত্রীর। ভারতের উত্তরপ্রদেশের মেদিনীপুর গ্রামের ঘটনা। ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে প্রকাশ, ধৃত ব্যক্তির নাম হেমন্ত। মদ্যপান করতেন তিনি। স্ত্রী প্রতিভা পছন্দ করতেন না এসব। প্রায়ই বাধা দিতেন। এনিয়ে প্রত্যেকদিন স্ত্রীর সঙ্গে ঝামেলা লেগে থাকত। ঘুগলি থানার এসএইচও নীরজ রাই সাংবাদিকদের জানিয়েছেন, শুক্রবার রাতে স্বামী -স্ত্রীর মধ্যে ঝামেলা চরমে ওঠে। ঝামেলার জেরে স্ত্রীকে লোহার রড দিয়ে মারধর করেন হেমন্ত। প্রতিভা গুরুতর আহত হন। তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এর পরেই হেমন্তকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Leave a Reply