সোহরাব হোসেন খাঁন বাধন,স্টাফ রিপোর্টারঃ-
গত ২ই এপ্রিল রবিবার শিবপুর উপজেলার ঐতিহ্যবাহী কুমরাদী দারুল উলুম এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার শতাধিক এতিম শিশু শিক্ষার্থীদের নিয়ে মাহে রমাদান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন শিবপুর উপজেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি আশ্রাফ হোসেন হিরণ প্রধান। এসময় দোয়া মাহফিল ও ইফতার পা্টিতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আজিজুর রহমান (ভুলু মাষ্টার) সহ স্থানীয় আওয়ামী লীগ নেত্রীবৃন্দ ও গণ্যমান্যরাও অংশনেন।
উপজেলা সড়ক পরিবহন শ্রমিক লীগ নেতা আশ্রাফ হোসেন হিরন প্রধান এতিম এই শিক্ষার্থীদের উদ্যেশ্য করে বলেন, আমরা সবাই এতিম- সৃষ্টিকর্তার কাছে আমাদের সবারই হাতপেতে চাইতে হয়। তিনি সরাসরি কাউকে দানকরেন না, কোনো না কোনো মাধ্যমে আমাদেরকে সাহায্য করে থাকেন। তোমরা জারা এখানে কোরআন শিক্ষা নিতে আসছো তোমরাই সঠিক আল্লাহর পথে আছো।
ইফতার ও নামাজ শেষে এতিম শিশুদের সাথে কিছুটা সময় আনন্দ বিনিময় করেন। এবং দেশের সকল শিল্পপতি ও বৃত্বশালীদের উদ্যেশ করে বলেল, অসহায় দুস্ত- এতিমদের পাশে যার যেমন তৌফিক আছে তা দিয়েই পাশে থাকার অনুরুদ করেন।
Leave a Reply