সুজন চক্রবর্তী, আসাম ( ভারত)প্রতিনিধিঃ-
রামনবমীর রাতে ছাদ ভেঙে কুয়োয় পড়ে ৩৬ জনের মৃত্যু হয়। ৩৬ টি মৃত্যুর পর বড়সড় সিদ্ধান্ত নিল প্রশাসন। পুরসভা এবং পুলিশের একটি বিশাল বাহিনী নিয়ে বুলডোজার চালিয়ে সোমবার সকালে বেআইনি নির্মাণ ভাঙে এবং কোনও বাধা ছাড়াই কাজটি সম্পন্ন করা হচ্ছে বলেই স্থানীয় সূত্রে প্রকাশ। ঘটনাস্থল ভারতের মধ্যপ্রদেশ ইন্দোরের বেলেশ্বর মহাদেব ঝুলেলাল মন্দির। রামনবমীতে সেখানে ভিড় হয়েছিল বহু মানুষের। সেখানেই ঘটে যায় বিপত্তি। ভিড়ের চাপে কুয়োর ওপর তৈরি হওয়া ছাদ ভেঙে পড়ে। এতে বহু মানুষজন কুয়োয় তলিয়ে যায়। ঘটনায় মৃত্যু হয়েছে ৩৬ জনের। এই ভয়াবহ দুঘর্টনায় পরেই ওই মন্দিরের পুরোহিত মন্দিরের নির্মাণ কার্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন। প্রায় ৪ দশক আগে তৈরি হওয়া ওই ছাদ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। মন্দিরের ট্রাস্টিদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। ৩৬ জনের মৃত্যুর পর নড়েচড়ে বসে প্রশাসন। সোমবার সকালে বেআইনি নির্মাণ ভেঙে ফেলার কাজ শুরু হয়। এতে নিরাপত্তা দায়িত্বে ছিলেন বিশাল পুলিশ বাহিনী।
Leave a Reply