সুজন চক্রবর্তী, আসাম ( ভারত)প্রতিনিধিঃ-
সিবিআইয়ের হীরক জয়ন্তীর উদযাপনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সিবিআইকে ” সত্যনিষ্ঠ ও ন্যায় বিচারের ব্র্যান্ড” বলে আখ্যা দেন তিনি। ১৯৬৩ সালে তৈরি হয় সিবিআই। সোমবার তারই হীরক জয়ন্তীর অনুষ্ঠানে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি বলেন, আজও সঠিক বিচার পেতে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরই ভরসা রাখে ভারতের মানুষ। দীর্ঘদিন ধরে অত্যন্ত দক্ষতা ও প্রতিভার সঙ্গে নির্ভীক ও নিরপেক্ষভাবে কাজ করে চলেছে সিবিআই। মোদির দাবি, উন্নতশীল ভারত গড়ার ক্ষেত্রে সিবিআইয়ের অবদান ও অনস্বীকার্য। কারণ ভারতের মতো বড় দেশের জন্য সিবিআইয়ের মতো পেশাদার ও দক্ষ সংস্থা অতি প্রয়োজন। আর এই প্রত্যাশাই সিবিআইয়ের। দায়িত্ব অনেকখানি বাড়িয়ে দেয়। মোদির কথায়, প্রতিভার সবচেয়ে বড় শক্র হল দুর্নীতি। এই জন্যই স্বজনপোষণ হয় ও পরিবারতন্ত্র ফুলে ফেঁপে ওঠে। কোনও দুর্নীতিগ্রস্থকে রেয়াত করা হবে না। দেশের নাগরিকরাও তেমনটাই চায়। মোদি মনে করেন, দুর্নীতি রুখে দেওয়াই সিবিআইয়ের সবচেয়ে বড় দায়িত্ব। এরপরই মোদি যোগদান করেন, বন্যপ্রানী নিয়ে অপরাধ থেকে ব্যাংক জালিয়াতি প্রতিটি বিষয়ই তদন্ত করে সিবিআই। নিরপেক্ষভাবে সবদিক খতিয়ে দেখে।
Leave a Reply