সুজন চক্রবর্তী, আসাম ( ভারত):
সংসারে অভাব অনটন। বিয়ের পর থেকেই তা নিয়ে স্বামীর সঙ্গে অশান্তি চরমে উঠেছিল। স্বামীর ঘর ছেড়ে বাপের বাড়িতে এসে উঠেছিলেন স্ত্রী। আর সেই রাগেই কাল হল তাঁর। ভারতের পশ্চিমবঙ্গের মেমারিতে সোমবার গভীর রাতে আদিবাসী মহিলাকে কুপিয়ে খুন করলেন স্বামী। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্ত ও। মেমারির সোনারা এলাকার অনিমা টুডুর (২৩) সঙ্গে হুগলির দাদপুরের লক্ষীরাম হেমব্রমের বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের পর থেকেই আর্থিক অভাব নিয়ে স্বামী -স্ত্রীর মধ্যে অশান্তি লেগে থাকত। শেষপর্যন্ত অশান্তির জেরে স্বামীকে ছেড়ে মেমারিতে বাপের বাড়িতে চলে যান স্ত্রী অনিমা। সোমবার রাতে সেখানে আসেন তাঁর স্বামী লক্ষীরাম। তারপর থেকেই ঘরের দরজা বন্ধ করে দুজনের মধ্যে চলে অশান্তি। বারবার দরজা খুলতে বলেও কোনও লাভ হয়নি। যখন দরজা খোলা হয় দেখা যায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন অনিমা। আহত হয়েছেন লক্ষীরামও। অনিমার পরিবারের অভিযোগ, কাস্তে দিয়ে কুপিয়ে স্ত্রীকে খুন করেছেন স্বামী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মেমারি থানার পুলিশ। ২জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে অনিমাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। অভিযুক্ত লক্ষীরাম হাসপাতালে চিকিৎসাধীন। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Leave a Reply