সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
ভারতের ত্রিপুরারাজ্যের ধর্মনগর রেল পুলিশের হাতে পাকড়াও হলেন ৪ বাংলাদেশি নাগরিক। জানা যায়, বৃহস্পতিবার সকালে ধর্মনগর রেলওয়ে স্টেশন চত্বরে ঘুরাঘুরি করতে দেখে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে জিআরপি। এতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চালিয়ে জানতে পারে এরা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছেন। ধৃতদের মধ্যে রয়েছে ৩ জন পুরুষ ও ১ জন মহিলা। এব্যাপারে রেল পুলিশের ভারপ্রাপ্ত ইন্সপেক্টর উত্তম কলোই সাংবাদিকদের জানান, ধৃতদের মধ্যে একজনের কাছে ভারতীয় কিছু নথিপত্র পাওয়া যায়। এদিকে ধৃত এক যুবক জানিয়েছে, বুধবার রাতে তারা অবৈধভাবে চুরাই পথে বাংলাদেশ থেকে সীমান্ত টপকে ভারতে প্রবেশ করে। পরে লরিতে করে তারা ধর্মনগরে আসে। ধর্মনগর রেল স্টেশন থেকে ট্রেনে বেঙ্গালুরুর যাওয়ার উদ্দেশ্য ছিল। সেখানে গিয়ে কাজে যোগ দেওয়ার কথা ছিল বলে জানায়। ধৃত যুবক আরও জানান, ৬ হাজার টাকার বিনিময়ে দালাল চক্রের হাত ধরে তারা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে। তবে ত্রিপুরা রাজ্যের কোন সীমান্ত দিয়ে সে ভারতে প্রবেশ করেছে সেই বিষয়ে কিছু বলতে পারেনি ধৃত যুবক। ধৃতরা হলেন আসার আহমেদ (২৯) সুহাগ খাঁ (৩৩) রুমান হালদার (২০) ও সাবিনা আহমেদ (১৯)।
Leave a Reply