সুজন চক্রবর্তী, আসাম (ভারত)ঃ-
এবার বিজেপির সাংসদ ও বিধায়কসহ নেতাদের ঝাঁটা মারার নিদান দিয়ে বিতর্কে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের নেত্রী সুজাতা মন্ডল। বাকুঁড়ার জয়পুরে তৃণমূল কংগ্রেস আয়োজিত একসভায় সুজাতা মন্ডল বিজেপি নেতারা গ্রামে গেলে ঝাঁটাপেটা করার নিদান দিয়েছেন বলে অভিযোগ। সুজাতার এই বিতর্কিত মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই জেলার রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল ও বিতর্ক শুরু হয়েছে। ভাইরাল ভিডিওতে সুজাতা মন্ডলকে বলতে শোনা যায়, ” বিজেপির এমপি, এমএলএ যদি সিপিএমের উস্কানিতে গ্রামে এসে মানুষকে ভূল বুঝিয়ে পরিবেশকে উত্তপ্ত করার চেষ্টা করেন তাহলে মহিলার ঝাঁটা ধরবেন। ওদেরকে ঝাঁটাপেটা করবেন। ভোট নিয়ে পালিয়ে গিয়ে ২০- ২৫ টা লোক নিয়ে গ্রামে এসে অশান্তি পাকাতে এলে একেবারে ঝাঁটা নিয়ে তেড়ে যাবেন।” জয়পুরে দলীয় একসভায় সুজাতার এই বক্তব্য ভাইরাল হতেই জেলার রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে তীব্র নিন্দা করেছেন বিরোধীরা। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেন, তৃণমূলের তো এটাই সংস্কৃতি। শিক্ষক নিয়োগ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকায় স্বজনপোষন, ওদের দুর্নীতি দেখে এলাকার মানুষ ক্ষোভে ফুঁসছেন। ওদের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। তাই ওদের অশিক্ষিত নেতানেত্রীরা এমন কুমন্তব্য করে কর্মীদের চাঙ্গা করার চেষ্টা করছেন। মানুষ সব জানেন।
Leave a Reply