সুজন চক্রবর্তী, আসাম( ভারত) প্রতিনিধিঃ-
সদ্য সাংসদপদ হারানোর পর আবার মানহানির মামলার মুখে পড়তে পারেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করার হুমকি দিয়েছেন আসাম মুখ্যমন্ত্রী ডঃ হিমন্তবিশ্ব শর্মা। রবিবার গুয়াহাটিতে সাংবাদিক সম্মেলন করে হিমন্ত জানিয়েছেন, ওই রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন সফরের পরেই রাহুলের বিরুদ্ধে পদক্ষেপ করবেন তিনি। শনিবার রাহুলের একটি টুইট নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। ওই টুইটে আদানি গোষ্ঠীতে বেনামে বিনিয়োগের অভিযোগ তুলে রাহুল লিখেছেন, ” ওঁরা সত্যকে গোপন করেন, সেজন্যই প্রতিদিন বিভ্রান্তি ছড়ান! তবে প্রশ্নটা একই রয়েছে আদানির সংস্থাগুলিতে ২০,০০০ কোটির বেনামি অর্থ কার?” সরাসরি কারও নাম না নিলেও টুইটে “আদানি” শব্দের সঙ্গে কয়েকজন প্রাক্তন কংগ্রেস নেতার পদবির আদ্যক্ষর জুড়ে দিয়েছেন রাহুল। হিমন্ত ছাড়াও তাঁদের মধ্যে রয়েছেন, গুলাম নবি আজাদ, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, কিরণকুমার রেড্ডি এবং একে অ্যান্টনি। ঘটনাচক্রে, এরা প্রত্যেকেই এককালে কংগ্রেসে ছিলেন। এদের মধ্যে কংগ্রেস ছেড়ে নিজের দল গঠন করেছেন একমাত্র আজাদ। বাকিরা বিজেপিতে যোগ দিয়েছেন। এই টুইট নিয়ে রাহুলকে আক্রমণের পথে গিয়ে ছিলেন হিমন্ত। তিনি টুইট করে ছিলেন, ” এটা আমাদের ভদ্রতা যে কখনও আপনাকে জিজ্ঞাসা করিনি, বফর্সের মতো অপরাধ এবং ন্যাশনাল হেয়াল্ড কেলেঙ্কারি থেকে প্রাপ্তি আপনি কোথায় লুকিয়ে রেখেছেন? এবং ওওাভিয়ো কুত্রোচ্চিকে কিভাবে ভারতীয় বিচারব্যবস্থার হাত এড়িয়ে বারবার পালিয়ে যেতে সাহায্য করেছেন আপনি? যাই হোক, এনিয়ে আমরা আদালতে সাক্ষাৎ করব।” এখানেই থামেননি হিমন্ত। রবিবার সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, রাহুলগান্ধী যে টুইট করেছেন, তা মানহানিকর। এই রাজ্যে প্রধানমন্ত্রীর সফরের শেষে এর জবাব দেব আমরা। গুয়াহাটিতে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা রুজু করব।” ১৪ই এপ্রিল গুয়াহাটিতে কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। তাঁর সফরের পর রাহুলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করবেন বলে জানিয়েছেন আসাম মুখ্যমন্ত্রী হিমন্ত।
Leave a Reply