আরিফ মিয়া,স্টাফ রিপোর্টারঃ-
শনিবার দেশের বৃহৎ দুই দলের রাজনৈতিক কর্মসূচীকে
ঘিরে পুরো নারায়ণগঞ্জ উত্তপ্ত থাকবে বলে মনে করছেন
জেলাবাসী। এদিন দুই দলই কর্মসূচী নিয়ে রাজপথে
নামছে।গ্যাস দ্রব্যমূল্যের উর্ধগতি ও ১০ দফা দাবীতে শনিবার নারায়ণগঞ্জ জেলার দুই থানা ও তিন উপজেলায়
অবস্থান কর্মসূচি পালন করবে নারায়ণগঞ্জ জেলা
বিএনপি। এদিন প্রতিটি উপজেলা ও থানা এমনকি
মহানগরেও পালিত হবে এ কর্মসূচী।
অপরদিকে বিএনপি এ কর্মসূচীকে কেন্দ্র করে নৈরাজ্য প্রতিরোধের ডাক দিয়ে শান্তির সমাবেশ করবে মহানগর আওয়ামীলীগ। দিনটিকে তাই রাজনৈতিকভাবে গুরুত্বের দিন ভাবছে অনেকে।
দুই দলের নেতাকর্মীরা জানান, দিনব্যাপী নারায়ণগঞ্জে দুই দল কর্মসূচী পালন করলেও কোন সংঘাত বা সংঘর্ষের শংকা নেই। কারণ নারায়ণগঞ্জের
সংঘাত সংঘর্ষ চাননা।
নানা বক্তব্য দিলেও একে অন্যের রাজনীতিবিদরাও
রাজনৈতিকভাবে প্রতি শ্রদ্ধা রেখেই কর্মসূচী পালন করবেন। আর যেহেতু দুই দলের কোন কর্মসূচীই একই স্থানে আহবান করা হয়নি তাই এদিন কোন অপ্রীতিকর ঘটনা ঘটবেনা বলে মনে করছেন সকলে।
তবুও দিনটিকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের
বিশেষ সজাগ দৃষ্টি থাকবে বলে জেলা পুলিশ সুত্রে
জানা গেছে।
Leave a Reply