খায়রুল ইসলাম হৃদয়, স্টাফ রিপোর্টারঃ-
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের আট নং ওয়ার্ডের আওতাধীন বিশদ্রোন ভাটেরচর এলাকার পশ্চিম পাড়ার সাবেক ইউপি সদস্য সেলী বেগম এর চকের বাড়ির সামনের রাস্তা হতে মধ্য ভাটেরচর ইলাছ নগর এলাকার মসজিদ এবং মাদ্রাসায় যাবার দীর্ঘদিনের অবহেলিত দুই গ্রামকে পৃথক করে রাখা এ জরাজীর্ণ রাস্তাটি নিজ অর্থায়নে মেরামত করে ইউপি সদস্য মোকাম্মেল হক।
টেংগারচর ইউনিয়নের ইউপি সদস্য মোকাম্মেল হক মেম্বার জানান,সে নির্বাচনে অঙ্গিকার করেছিল জনপ্রিতিনিধি হলে জনগণের কল্যাণে সব সময় তাদের পাশে থাকবে।তিনি মেম্বার নির্বাচিত হবার অনেক আগে থাকিতেই দেখিতে পান বিশদ্রোন ভাটেরচর পশ্চিম পাড়ার চকের বাড়ির মসজিদ এবং মাদ্রাসার সামনের রাস্তাটি বর্ষার পানিতে ভেঙে পৃথক হয়ে বিশদ্রোন ভাটেরচর এবং মধ্য ভাটেরচর ইলাছ নগর করে আলাদা করে রেখেছিল।এতে মসজিদের মুসল্লী সহ স্কুলের ছাত্রছাত্রী এবং এ দুই এলাকার প্রায় কয়েক হাজার সাধারন মানুষের চলাচলে অসুবিধা হচ্ছিল।
এ বিষয়ে চেয়ারম্যান কামরুল হাসান ফরাজির নিকট ইউপি সদস্য মোকাম্মেল হক একাধিক বার এ রাস্তা সংস্কার সহ বিভিন্ন স্থানের সংস্কার এবং জনগনের চাহিদার উপর ভিত্তি করে কয়েকটি জরুরি নতুন কাজের বিষয়ে প্রস্তাব এবং আলাপ করা হয়েছিল।কিন্তু এ ভাঙা অংশটি সহ অন্য কাজের বিষয় গুলো ও চেয়ারম্যান কামরুল হাসান ফরাজি আমলে নেয় না।
মসজিদের ইমাম এবং স্থানীয় কয়েক জন্য নারী পুরুষ ভুক্তভোগী জানান,তাদের এ রাস্তা টির ভেঙে যাবার কারনে মসজিদ মাদ্রাসা সহ শিশু বৃদ্ধা সহ তাদের নারী পুরুষ দুই গ্রামের সকলের যাতায়াতে ভোগান্তি পো-হাতে হত।তারা একাধিক বার টেংগারচর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান এর দৃষ্টি আকর্ষণ এর জন্য ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গেলে ও কোনো সুরাহা পান নি তারা।তাদের বর্ষার সাময়িক চলাচলের উপযোগী করে দেবার জন্য ছোট একটি বাঁশের সাঁকো তৈরি করে দিকে বলিলেও এ বিষয়ে কর্নপাত করে নাই চেয়ারম্যান কামরুল হাসান ফরাজি।তখন এলাকাবাসী উপায় না পেয়ে আট নং ওয়ার্ডের মেম্বার মোকাম্মেল হক কে অবগত করিলে তিনি জানান,আপনারা সহ আমি একাধিক চেয়ারম্যান কে জানানোর পরও যেহেতু তিনি আপনাদের দুর্দশার কষ্ট বুঝতে পাড়ছেনা,আমি মোকাম্মেল হক মেম্বার নিজ অর্থায়নে রাস্তাটি পূর্ণ সংস্কার করে দেব।
সে জন্য গেল মঙ্গলবার মোকাম্মেল হকের নিজ অর্থায়নে বিশদ্রোন ভাটেরচর পশ্চিম পাড়ার চকের বাড়ির সাবেক ইউপি সদস্য সেলির বাড়ির সামনে হতে মধ্য ভাটেরচর ইলাছ নগর এলাকার যাবার রাস্তাটি দীর্ঘদিন ভেঙে পরেছিল,সে রাস্তা মেরামত সহ রাস্তার দুই পাশের পানি নিষ্কাশনের জন্য রাস্তা সংস্কারের পূর্ব মূহুর্তে বড় পাইব স্থাপন করে দেন যাতে দুই পাশের পানির গতিপথ স্বাভাবিক থাকে।সে সময় মেম্বার মোঃ মোকাম্মেল হক এর এ মানবিক,সামাজিক কাজে নানা ভাবে দিক নির্দেশনা দিয়ে পাশে ছিলেন ,ইব্রাহিম প্রধান,রিপন,জুয়েল, প্রমুখ।
Leave a Reply