সাদ্দাম হোসেন মুন্না,স্টাফ রিপোর্টারঃ-
সিদ্ধিরগঞ্জ হিরাঝীল এলাকায় অবৈধ কসমেটিকস্ ব্যবসায়ী খোকন’কে ২৫ হাজার টাকা জরিমানা করেন নারায়ণগঞ্জ জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হীরামনি।
আজ (১৩ এপ্রিল) বৃহস্পতিবার ৩ ঘটিকার সময় নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ এলাকায় অবস্থিত ‘নানজীবা ট্রেডিংকে, নামের এক কসমেটিকস্ ব্যবসায়ী জাহাঙ্গীর আলম খোকন’কে নিষিদ্ধ ঘোষিত পণ্য রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত আইনানুগ ব্যবস্থা নিতে সক্ষম হয়।
জানাগেছে, বিএসটিআই অনুমতি ব্যতীত বিএসটিআই এর লোগো ব্যবহার করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে “বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ এর ৩১ ধারা মোতাবেক ২৫ হাজার অর্থদণ্ড, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এসময় অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মারুফা সুলতানা খান হীরামনি। প্রসিকিউটর বিএসটিআই’র ফিল্ড অফিসার রিগ্যান বৈদ্য ও শৃঙ্খলা রক্ষায় সাহায্য করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।
এবিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হীরামনি সাংবাদিকদের বলেন, আমাদের দেশে প্রায় ১৯ টির মতো অবৈধ কসমেটিকস্ পণ্য রয়েছে। সেগুলোর মধ্যে আজকের অভিযানে ৬ টির মতো পণ্য জব্দ করা হয়েছে। এধরনের অবৈধ বিএসটিআই অনুমতি ব্যতীত বিএসটিআই এর লোগো ব্যবহার করার অপরাধে তাঁদেরকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড পেশ করা হল। এবং পরবর্তী সময়ে এধরনের অবৈধ কসমেটিকস্ এর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবো বলে জানান তিনি।
Leave a Reply