সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
ফের গুলিকান্ড ভারতের উত্তরপ্রদেশে! দিনেদুপুরে থানা থেকে ঢিল ছোঁড়া দুরত্ব এবার কলেজ ছাত্রীকে গুলি করে খুন করল দুস্কৃতীরা। ১জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা যায়, মৃতের নাম রোশনি আহিরওয়ার। ছাত্রীটি বাড়ি উত্তরপ্রদেশের জালাউন জেলায়। স্থানীয় একটি কলেজের বিএ ২য় বর্ষের ছাত্রী ছিলেন রোশনি। সোমবার সকাল ১১টায় কলেজের পরীক্ষা শেষে করে বাড়ি ফিরছিলেন ওই তরুণী। প্রত্যক্ষদর্শীরা সাংবাদিকদের জানান, বাইকে করে এসে রোশনির পথ আটকায় ২ জন দুস্কৃতী। এরপর একজন ওই ছাত্রীর মাথায় লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তরুণী। হামলাকারীদের পিছু ধাওয়া করেন স্থানীয়রা। কিন্তু বন্দুক ফেলে পালিয়ে যায় ২জনেই। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে শেষপর্যন্ত ১জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে নিহত তরুণী। পাশেই রয়েছে পিস্তলটিও। উত্তরপ্রদেশের শাসকদল বিজেপিকে নিশানা করেছে বিরোধীরা।
Leave a Reply