সুজন চক্রবর্তী, আসাম ( ভারত)প্রতিনিধিঃ
৩ দিনে বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছেন ২ জন। তাই সর্তক থাকতে ভারতের উত্তরাখন্ডের ২৫ টি গ্রামে কারফিউ জারি করল স্থানীয় প্রশাসন। রাজ্যের পৌরি জেলার একাধিক গ্রামে বাঘটিকে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। পরপর মৃত্যুর কারণে আশঙ্কা ছড়িয়েছে বিস্তীর্ণ এলাকায়। রবিবার রণবীর সিং নেগি নামে এক বৃদ্ধের আধ খাওয়া মৃতদেহ উদ্ধার করেন স্থানীয় ফরেস্ট রেঞ্জার। মৃতের পরিবার সূত্রে প্রকাশ, নিজের বাড়িতে একাই থাকতেন রণবীর। শনিবার থেকেই তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। বারবার ফোন করা হলেও উত্তর পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। খোঁজাখুঁজি শুরু হতেই তাঁর বাড়ি থেকে মাত্র ১৫০ মিটার দূরেই বৃদ্ধের আধখাওয়া মৃতদেহ মেলে। এই ঘটনার তিনদিন আগেই গমের ক্ষেত থেকে উদ্ধার হয় আরও এক বৃদ্ধের মৃতদেহ। পরপর বাঘের আক্রমণের জেরে আতঙ্কিত হয়ে পড়েছেন পৌরি জেলার বাসিন্দারা। স্থানীয় বিধায়ক দিলীপ সিং কুনওয়ার ইতিমধ্যেই এই বাঘটিকে ম্যানইটার হিসেবে ঘোষণা করার আর্জি জানিয়েছেন। মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামির কাছ এই মর্মে চিঠিও লিখেছেন তিনি। আপাতত বাঘটিকে ধরতে ফাঁদ পাতা হয়েছে। সাধারণ মানুষ যেন জঙ্গলের আশেপাশে না যান, সেই বিষয়ে কড়া নির্দেশ জারি করা হয়েছে। কারফিউ জারি হয়েছে ২৫টি গ্রামে। ইতিমধ্যে বাঘের ঘোরা ফেরার ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।
Leave a Reply