এস এন কায়সার জুয়েল,কক্সবাজার জেলা প্রতিনিধিঃ-
পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কক্সবাজার অঞ্চলের রামু উপজেলায় বসবাসরত দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করার পরিকল্পনা করা হয়েছে। এই অংশ হিসেবে আজ ১৮ এপ্রিল ২০২৩ তারিখ রামু উপজেলার, রামু বাজার, পঞ্চেখানা বাজার, থোইংগ্যাকাটা এবং পানের ছড়া নামক স্থানে দরিদ্র ও দুস্থদের মাঝে চাউল-১০ কেজি, চিনি-১ কেজি, সয়াবিন তৈল-১ কেজি, ডাল-১ কেজি, আটা -২ কেজি, লবন-০.৫ কেজি, সেমাই- ২ প্যাকেট সমন্বিত খাদ্য প্যাকেট ৮০০ পরিবারের মধ্যে বিতরণ করা হয়। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম এএফডব্লিউসি, পিএসসি সদর দপ্তর ৬৫ পদাতিক ব্রিগেড কমান্ডার উপস্থিত থেকে দরিদ্র জনগণের মাঝে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করেন।
Leave a Reply