মেহেদী সুুুমন,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঈদ পুনর্মিলনী, কৃতি শিক্ষার্থীদের সবংর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ৩ দিন ব্যাপী ঈদ মেলা সমাপ্ত হয়েছে। জেলায় সাধারণ মানুষের আনন্দ বিনোদনে তেমন কিছু না থাকায় এ মেলায় লাখো মানুষের ঢল নেমেছিলো। ফ্রেন্ডস এসোসিয়েশন এর আয়োজনে উপজেলার মালখানগর ডিগ্রি কলেজ ও স্কুল মাঠে এই মেলা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টা থেকেই মেলা শেষ দিনে জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা দর্শনার্থীদের উপচে পরা ভীর ছিলো । আনন্দ বিনোদনের জন্য নাগর দোলা, নৌকা, চরকা, ঘোড়া, ট্রেনসহ বিভিন্ন রাইডস ব্যবহারে দীর্ঘ লাইনে দাড়াতে দর্শনার্থীদের দেখাগেছে। মেলার ২ শতাধিক স্টলে নানা প্রকার মুখরোচক খাবার, প্রসাধনী, খেলনা, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো দর্শনার্থীদের আরো আকর্ষণ করেছে।
মঙ্গলবার দিবাগত রাত ৮ টার দিকে মেলার ৩য় ও শেষ দিনের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক হুইপ মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপকিা সাগুফতা ইয়াসমিন এমিলি। ফ্রেন্ডস এসোসিয়েশনের সভাপতি আশরাফুজ্জামান সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. বাহাউদ্দিন বাহারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ¦ মহিউদ্দিন আহমেদ, জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মৃধা, মহারাজ শিপিং করপোরেশনের চেয়ারম্যান প্রিন্স আওলাদ হোসেন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর নাছির উদ্দিন উজ্জল, মডার্ন গ্রীণ সিটি লিঃ এর চেয়ারম্যান সেলিম উল্লাহ মিয়া, সিরাজদিখান প্রেসক্লাব সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় পরিদর্শক শিবনাথ কুমার সাহাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সম্মনিত অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। এরপর আলোচনা সভা শেষে রাত সাড়ে ১০ টায় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। পরিশেষে (পথিকনবী ও ক্লোজআপ ওয়ান শিল্পিদের) সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাত দেড়টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Leave a Reply