1. admin@dailypratidinerbarta.com : admin :
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :

মুর্শিদাবাদে বজ্রপাতে প্রাণহানি ৩ জনের, গুরুতর আহত ৬ জন

  • আপডেট সময় : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ৩৯ বার পঠিত

সুজন চক্রবর্তী, আসাম ( ভারত)প্রতিনিধিঃ-

তীব্র দাবদহের জ্বালায় লাগাম দিয়ে বৃহস্পতিবার ভারতের দক্ষিণ পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি এলাকায় বজ্রপাত সহ ঝড়বৃষ্টি হয়েছে। সেই বজ্রপাতেই মুর্শিদাবাদে প্রাণ গেল ৩ জনের। বজ্রাঘাতে পশ্চিম মেদিনীপুরে ও মৃত্যু হয়েছে ১ জনের। বৃহস্পতিবার মুর্শিদাবাদের ভরতপুর ২ নম্বর ব্লকের কাগ্রাম এলাকার বাসিন্দা হাবিব শেখ ( ২৪) এবং নেকবস শেখ ( ২৬) এর মৃত্যু হয় বজ্রপাতে। স্থানীয় সূত্রে প্রকাশ, দুপুরে মাঠে কাজ করতে গিয়েছিলেন তাঁরা। সেই সময়েই প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়। বজ্রপাতে গুরুতর আহত হওয়ার পর তাঁদের সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। কাগ্রামে বজ্রপাতে আহত হন হেলু শেখ, আমিনুর শেখ ও হেরু শেখ নামে ৩ ব‍্যক্তি ও। তাঁদের ও প্রথমে সালারের হাসপাতালে, পরে সেখান থেকে কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শমসেরগঞ্জের লক্ষীনগরে নৌকাযোগে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয় সালাউদ্দিন শেখ (২১) নামে এক যুবকের। গুরুতর আহত হন আরও ৩ জন। তাঁদের অনুকনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। বিকেলে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ‍্যুৎ সহ বৃষ্টি হয় পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায়। শালবনি থানার বাগমারিতে বজ্রপাতে আহত হন স্বপন ভূইয়া (৪৪) নামে ১ ব‍্যক্তি। বিকেল ৪টায় তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দৈনিক প্রতিদিনের বার্তা ©
Theme Customized By Shakil IT Park